Logo Logo

বোয়ালমারীতে ‘পাগলা’ ঘোড়ার কামড়ে নারীসহ ১০ জন আহত


Splash Image

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি ‘পাগলা’ ঘোড়ার কামড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।


বিজ্ঞাপন


স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘোড়াটি যেকোনো সামনে আসা ব্যক্তির দিকে আক্রমণ করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রোববার সকাল সাতটার দিকে বোয়ালমারী পৌরসভার কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গত দুই দিনে পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোড়াটির আক্রমণে আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতরা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে আছেন বোয়ালমারীর গুনবহা গ্রামের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। অন্যান্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চৌরাস্তা এলাকার ব্যবসায়ী রুবেল মিয়া জানিয়েছেন, দোকান খোলার সময় ঘোড়াটি তাঁর দিকে তেড়ে এসেছে। তিনি লাঠি নিয়ে ধাওয়া করলে ঘোড়াটি কিছু দূরে চলে গেছে। তবে কিছুক্ষণ আগে এটি কাজী ফিরোজকে কামড় দিয়েছিল।

আহত কাজী হাসান ফিরোজ বলেন, “সকালে মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনে যাচ্ছিলাম। চৌরাস্তা এলাকায় পৌঁছালে ঘোড়াটি কোমরে কামড় দেয়। আমি মোটরসাইকেলসহ পড়ে যাই, আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আজ সকালে আমিসহ চার-পাঁচজন ঘোড়ার আক্রমণের শিকার হয়েছেন।”

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নিজাম উদ্দিন খান বলেন, “গত দুই দিনসহ আজও পৌরসভার বিভিন্ন স্থানে নারীসহ অন্তত ১০ জনকে ঘোড়ার কামড়ে আহত করা হয়েছে। সম্ভবত কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়ার আচরণ এমন হয়েছে।”

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, আহতদের ব্যথানাশক ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিয়েছে, যার ফলে এটি আক্রমণাত্মক আচরণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...