বিজ্ঞাপন
ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা বিশ্বরোড মোড়ে জড়ো হন।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর মধ্যে ফরিদপুর–৪ আসনের (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর–২ আসনের (নগরকান্দা–সালথা) সঙ্গে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের পরপরই ভাঙ্গা উপজেলা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।
গত শুক্রবার এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তবে আজকের অবস্থান কর্মসূচি মহাসড়কের পাশে হওয়ায় যান চলাচলে কোনো বড় ধরনের সমস্যা হয়নি।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ভাঙ্গা উপজেলার অঙ্গহানি চলবে না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বিএনপির নেতা খন্দকার ইকবাল হোসেন বলেন, “কোনো অবস্থাতেই ভাঙ্গার অঙ্গহানি করা চলবে না। আমরা অখণ্ড ভাঙ্গা চাই।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবি না মানলে পুরো দক্ষিণবঙ্গ অচল করে দেওয়া হবে।
তিনি আরও জানান, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খানের নেতৃত্বে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এবং একই সঙ্গে আইনানুগ প্রক্রিয়াও অব্যাহত রাখবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...