ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। তবে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১১ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল, যেখানে প্রতিপক্ষ হবে হংকং। ম্যাচটি ঘিরে আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে হংকং শিবির। দলের অলরাউন্ডার নিজাকাত খান জানিয়েছেন, তাদের কয়েকজন ক্রিকেটার যদি ভালো খেলেন, তবে বাংলাদেশকে হারানো সম্ভব। তার মতে, টি-টোয়েন্টি এমন এক ফরম্যাট যেখানে কয়েক ওভারেই খেলার মোড় ঘুরে যায়। এক জন ব্যাটার ভালো খেললে বা এক জন বোলার দুর্দান্ত পারফরম্যান্স দিলে ম্যাচের ফল নির্ধারিত হয়ে যেতে পারে। এ কারণেই বাংলাদেশকে মোকাবিলা করতে তারা প্রস্তুত এবং মুখিয়ে আছেন।
নিজাকাত আরও বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তিশালী কিংবা দুর্বল দলের মধ্যে তেমন পার্থক্য নেই। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, জয় তারাই পাবে। অতীতেও এমন অনেক নজির আছে বলে তিনি উল্লেখ করেন। হংকং শিবির তাই আত্মবিশ্বাসী যে সেরাটা দিতে পারলে বাংলাদেশকেও হারানো সম্ভব। তবে তিনি এটিও স্বীকার করেন যে বাংলাদেশ একটি অভিজ্ঞ দল, যেখানে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটার নিয়মিতভাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রাখেন। তাই জয়টা সহজ হবে না বলেও মনে করেন তিনি।
সবশেষে নিজাকাত খান জানান, বাংলাদেশের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে হলে প্রথম বল থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে হবে। হংকং দল সেই লক্ষ্যেই প্রস্তুতি নিয়েছে এবং পুরো দলটাই ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...