Logo Logo

ঝালকাঠির সাবেক মেয়র লিয়াকত আলীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ


Splash Image

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


আদালত প্রাঙ্গণে লিয়াকত আলীকে আনার আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

মামলার সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট ঢাকার পল্টন থানায় বিএনপির কার্যালয়ে হামলার একটি মামলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার দেখায়। এর আগে ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায়ও তিনি আসামি ছিলেন।

লিয়াকত আলীর পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য জানিয়েছেন, ঝালকাঠির মামলায় শোন অ্যারেস্ট দেখানোর পর আদালতে জামিনের আবেদন করা হয়। তবে আদালত এটি মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ঘটনায় ঝালকাঠি পৌরসভা ও স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট তোলপাড় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...