Logo Logo

শেখ হাসিনার ব্যাংক লকার জব্দ করেছে সিআইসি


Splash Image

ভোরের বাণী গ্রাফিক্স

জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক, মতিঝিল শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে।


বিজ্ঞাপন


সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানান, “সাবেক প্রধানমন্ত্রীর নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত লকার নং-১২৮-এর সন্ধান পাওয়া গেছে। লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। আমাদের একটি টিম ওই লকার জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এনবিআর সূত্রে জানা গেছে, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে বলা যায়নি। লকার জব্দ করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এটি খোলা হবে।

সিআইসি সূত্রে জানানো হয়েছে, লকার সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে পরে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...