Logo Logo

ঈদ যাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরু ২১ মে থেকে


ভোরের বাণী

Splash Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার প্রস্তুতি নিতে বাংলাদেশ রেলওয়ে আগামী ২১ মে (বুধবার) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন ঈদ ৭ জুন ধরে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন


রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, রেলওয়ে এবারও ঈদের বিশেষ যাত্রার জন্য ৭ দিনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। শতভাগ আসন বিক্রি হবে অনলাইনে, কোনো কাউন্টার টিকিট থাকছে না। যাত্রীদের ভিড় ও ভোগান্তি কমাতেই এই উদ্যোগ।

পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হবে।

বিক্রির তারিখ অনুযায়ী ট্রেন যাত্রার দিন:

২১ মে: ৩১ মে’র টিকিট

২২ মে: ১ জুন

২৩ মে: ২ জুন

২৪ মে: ৩ জুন

২৫ মে: ৪ জুন

২৬ মে: ৫ জুন

২৭ মে: ৬ জুন

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার এই বিশেষ টিকিট রিফান্ডযোগ্য নয়। প্রতিজন যাত্রী সর্বোচ্চ ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে একসঙ্গে পরিবারের সদস্যদের ভ্রমণের সুযোগ সহজ হবে।

বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম (eticket.railway.gov.bd) এবং ‘রেলসেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাবে। সবার সুবিধার্থে সার্ভার প্রস্তুতি ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...