Logo Logo

জমি বিরোধে চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে প্রাণ গেল সমির মল্লিকের, দাবি পরিবারের


ভোরের বাণী

Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সমির মল্লিক ওই এলাকার মৃত আলতাফ হোসেন মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সমির মল্লিক ও তার চাচাতো ভাই বাবুল মল্লিকের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় সমির মল্লিক মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় বাবুল মল্লিক শাবল দিয়ে সমির মল্লিকের মাথায় আঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান। তিনি বলেন, “নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদক- মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...