Logo Logo

বৃহস্পতিবার ফেনী পৌরসভার ১০টি পয়েন্টে পাওয়া যাবে টিসিবির পণ্য


ভোরের বাণী

Splash Image

ফেনী পৌরসভার ১০টি নির্ধারিত পয়েন্টে বৃহস্পতিবার থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।


বিজ্ঞাপন


নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ২২ মে ২০২৫ থেকে ৩ জুন ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিনসহ) প্রতিদিন এই কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিটি ট্রাকে প্রায় ৪০০ জন ক্রেতার জন্য পণ্য বরাদ্দ থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার ভোজ্যতেল। ক্রেতারা নির্ধারিত পয়েন্টে গিয়ে সরাসরি এই পণ্য ক্রয় করতে পারবেন।

ফেনী পৌরসভার যে ১০টি স্থানে এই পণ্য বিক্রি করা হবে সেগুলো হলো: বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঞা ও বেলাল সাহেবের বাড়ির দরজা, ক্যাডেট কলেজ সংলগ্ন ভাঙ্গার দোকান, মধ্যম মধুপুর দোকানের সামনে, রামপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে, সার্কিট হাউজের সামনে, বারাহীপুর সাহেব বাজার, সদর হাসপাতাল রোডে হাজী মিষ্টির সামনে, গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টারের সামনে এবং মৌলভীবাজার রেলগেটের সিএনজি স্ট্যান্ড।

জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যে কেউ পণ্য কিনতে পারবেন। তবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কেবল টিসিবি কার্ডধারীদের জন্য পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...