Logo Logo

কোম্পানীগঞ্জে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী


ভোরের বাণী

Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে ৫ আগস্টের পর থেকে একাধিক ডাকাতির ঘটনা ঘটে চলেছে উপজেলায়।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টা ও ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ও ৮নং ওয়ার্ডে এসব ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

প্রথম ঘটনাটি ঘটে ২নং ওয়ার্ডের আজাদ ড্রাইভারের বাড়িতে। রাত ২টার দিকে ৮-৯ জন মুখোশধারী ডাকাত দল লোহার দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাহারি বাড়িতে। রাত ৩টার দিকে নূর ইসলাম সিদ্দিকের বাড়ির দরজা ভেঙে ঢুকে ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণ লুট করে নেয়।

স্থানীয়রা জানান, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের পরনে ছিল প্যান্ট-লুঙ্গি ও গেঞ্জি-শার্ট, এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, এই ডাকাতির সঙ্গে কুখ্যাত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের নেতা আনোয়ার হোসেন মাসুদ ওরফে ‘পিচ্ছি মাসুদ’ জড়িত থাকতে পারেন। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, মাদক ও পুলিশের ওপর হামলাসহ প্রায় ২৫টি মামলা রয়েছে। তিনি আত্মগোপনে থাকা অবস্থায়ও ডাকাতির নির্দেশনা দিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।

তবে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি, কারণ তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি ফৌজুল আজিম বলেন, “একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক- গিয়াস রনি, নোয়াখালি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...