Logo Logo

মোস্তাফিজ এখন ডট বলের রাজা!


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশ দলের ‘ডেথ ওভার বিশেষজ্ঞ’ মোস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করেছেন তাঁর ধারাবাহিকতা ও গুরুত্ব। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে তিনি ডেথ ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি—১৮ ও ২০তম ওভারে মিলিয়ে দিয়েছেন ১৬ রান, পুরো স্পেলে ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও দিয়েছেন ৪০ রান। তবে এই ম্যাচেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক অনন্য কীর্তি গড়েছেন তিনি। ৭টি ডট বলের সুবাদে মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল আদায় করা বোলার।

এখন পর্যন্ত মোস্তাফিজ ১২০ ইনিংসে ২৬১৬টি বৈধ ডেলিভারিতে করেছেন ১১৪২টি ডট, অর্থাৎ তাঁর ৪৩.৬৫ শতাংশ বলেই ব্যাটসম্যান রান নিতে ব্যর্থ হয়েছেন। মোট রান দিয়েছেন ৩১৯৫। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি, যিনি ১২৩ ইনিংসে ১১৩৮টি ডট বল করেছেন (৪১.৩৩ শতাংশ)। তৃতীয় স্থানে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান—১২৫ ইনিংসে ২৭২০ বল করে ১০৭৮টি ডট (৩৯.৬৩ শতাংশ)। এক হাজারের বেশি ডট বল দেওয়া বোলার আছেন কেবল এই তিনজনই। চতুর্থ স্থানে ইংল্যান্ডের আদিল রশিদ (৯৮৮টি) এবং পঞ্চম স্থানে আফগানিস্তানের রশিদ খান (৯৮৪টি)।

ডট বলের পাশাপাশি কিপটেমি ও কার্যকারিতার ক্ষেত্রেও মোস্তাফিজদের নাম উজ্জ্বল। শীর্ষ পাঁচে থাকা বোলারদের মধ্যে সবচেয়ে কম ছক্কা হজম করেছেন আফগান অধিনায়ক রশিদ খান (৮২টি), এরপর মোস্তাফিজ (১০৪), সাকিব (১২০), সাউদি (১৪২) ও আদিল রশিদ (১৮৪)। উইকেট শিকারে এগিয়ে আছেন রশিদ খান—১৭৯ উইকেট নিয়ে তিনি টি–টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি। এরপর সাউদি (১৬৪), মোস্তাফিজ (১৫২), সাকিব (১৪৮) ও আদিল রশিদ (১৪১)। ইকোনমি রেটে সবচেয়ে কৃপণ রশিদ খান (৬.১২), এরপর সাকিব (৬.৮০), মোস্তাফিজ (৭.৩২), আদিল (৭.৪৮) ও সাউদি (৮.০০)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...