ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে আসা এই অলরাউন্ডারের সংসার ভাঙনের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর, তার তৃতীয় স্ত্রী, পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে।
সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ভিডিওতে শোয়েব ও সানা একসঙ্গে বসে থাকলেও চোখেমুখে ছিল স্পষ্ট অস্বস্তি, এবং দুজনের মধ্যে কোনো আলাপচারিতা বা হাসি দেখা যায়নি। নেটিজেনরা ভিডিওটি দেখে জল্পনা শুরু করেছেন যে, এটি কি তাদের সম্পর্কের অবনতি নির্দেশ করছে। শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন সবসময়ই মিডিয়ার নজরের মধ্যে। প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১০ সালে তিনি বিয়ে করেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে। ২০১৮ সালে এই দম্পতির একটি সন্তান ইজহান জন্মগ্রহণ করে, তবে ২০২৪ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। একই বছরের জানুয়ারিতেই শোয়েব নতুন করে বিয়ে করেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে।
ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র; কেউ মনে করছেন নীরবতার মধ্যেই সম্পর্ক ভাঙনের ইঙ্গিত, আবার অনেকে বলছেন, এমন পরিস্থিতি যে কারো জীবনে ঘটতে পারে। গুঞ্জন যতই জোর পাক না কেন, শোয়েব মালিক বা সানা জাভেদ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, ফলে সবকিছুই আপাতত অনুমানের পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...