Logo Logo

শেষ হলো বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ, অপেক্ষা এখন ফলাফলের


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন ভোটার ও প্রার্থীরা। সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, তবে দুপুর ১২টা থেকে ২টার মধ্যে উপস্থিতি তুলনামূলকভাবে কমে যায়। পরে বিকেল গড়াতেই, অর্থাৎ ২টার পর থেকে আবারও ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করে।

সকালে সাড়ে দশটার দিকে পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন ভোট দিতে আসেন। তাদের পরপরই ভোটকেন্দ্রে প্রবেশ করেন বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু। বেলা ১১টার দিকে ভোট দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন। এরপর সাড়ে ১১টার দিকে ভোট দেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার পরপরই ভোট দিতে আসেন সর্বশেষ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি এবারের নির্বাচনে সভাপতির পদে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “আগে কখনও নির্বাচন করিনি, নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি, দেখা যাক।”

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন, আর রাত ৯টায় প্রকাশ করা হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...