Logo Logo

বাকসু গঠনের জন্য তিন সদস্যের কমিটি গঠিত


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনের উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার জানান, ছাত্র সংসদ গঠনের জন্য কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিতে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, আইন বিভাগের প্রভাষক ছোটন আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন।

তবে রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন কোনো সময়সীমা উল্লেখ করেননি, কখন বাকসু গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে তা জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

প্রতিবেদক- মোঃ আশিকুল ইসলাম, ববি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...