ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মীরাকান্দা এলাকায় চুরির অভিযোগে তিন তরুণের মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটির তিন মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিন যুবককে পাশাপাশি বসিয়ে কাঁচি দিয়ে তাঁদের মাথার চুল এবড়োখেবড়োভাবে কেটে ফেলা হচ্ছে। এ সময় উপস্থিত অনেককে ঘটনাটি উপভোগ করতে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে সৌদি আরব প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে তাঁর স্ত্রী ও সন্তানকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়। এ ঘটনার পরদিন শনিবার জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর থানায় মৌখিকভাবে অভিযোগ জানান। পরে রুবেল ও তাঁর আত্মীয়-স্বজন স্থানীয়দের সহযোগিতায় সন্দেহভাজনদের খোঁজে নামেন।
গত সোমবার রাতে গাংজগদিয়া গ্রাম থেকে মোশাররফের ছেলে বরকত (২৫) কে আটক করা হয়। বরকতের দেওয়া তথ্যের ভিত্তিতে শলিথা গ্রামের এনামুল (২৩) ও ফুলসুতি গ্রামের আকাশ (২২) কে ধরা হয়। এরপর আজ সকালে রুবেল মাতুব্বরের বাড়ির প্রাঙ্গণে স্থানীয়রা তাঁদের মাথার চুল কেটে দেন।
প্রবাসীর স্ত্রী তামান্না বেগম জানান, চুরির রাতে তিনি ঘুম ভেঙে চোরদের দেখতে পান। তখন তারা তাঁর শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে স্বর্ণ, টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সন্তানের নিরাপত্তার কথা ভেবে তিনি চিৎকার করতে পারেননি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় রুবেল মাতুব্বর দস্যুতার অভিযোগে একটি মামলা করেছেন, এবং তিন তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিন তরুণের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এ বিষয়ে ওই তরুণদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেটিও গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...