Logo Logo

ইসরায়েলে অপহৃত শহিদুল আলমের মুক্তির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ


Splash Image

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) গাজা অভিমুখী নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বুধবার (৮ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে শাঁখারিবাজার ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগান দেন—“ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”, “প্যালেস্টাইনে মানুষ মরে, জাতিসংঘ কি করে”, “স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন”, “তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন” ও “শহিদুল আলম আটক কেন, জাতিসংঘ জবাব চাই”।

জবির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ‘আপ বাংলাদেশ’-এর নেতা মাসুদ রানা বলেন, “২০২৩ সাল থেকে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার ভাই-বোনেরা, আমরা তোমাদের পাশে আছি। যারা এই হত্যাযজ্ঞের মদদদাতা, তাদের বিরুদ্ধেও আমরা সোচ্চার থাকবো। প্রয়োজনে গাজার উদ্দেশ্যে লং মার্চ দিতেও আমরা প্রস্তুত।”

শাখা বাগছাস আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ বলেন, “ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি বিশ্বের মুসলমানদের অনুভূতির নাম। ইসরায়েল শুধু হামলাই চালাচ্ছে না, খাদ্য ও মানবিক সহায়তাও বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ বাংলাদেশি ফটোসাংবাদিক শহিদুল আলমকে আটক করেছে। আমরা জবি শিক্ষার্থীরা শহিদুল আলমসহ সকলের মুক্তি চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, এই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে।”

শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, “বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার অপচেষ্টা চলছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু, অথচ জাতিসংঘ নীরব। আমরা চাই শহিদুল আলমের মুক্তি ও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে সরকার আরও দৃঢ় অবস্থান নিক।”

শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব বলেন, “ইসরায়েলি বাহিনী বাংলাদেশের নাগরিক শহিদুল আলমকে অপহরণ করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চুপ। এটি জাতির জন্য লজ্জাজনক। এখন নীরব থাকার সময় নয়, ফিলিস্তিনে চলমান গণহত্যার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সময় এসেছে।”

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শহিদুল আলম নিজেই বলেছেন, তাকে অপহরণ করা হয়েছে। কেবল তাকেই নয়, আরও অনেক মানবাধিকার কর্মীকে তুলে নেওয়া হয়েছে। আমরা তাদের দ্রুত মুক্তি দাবি করছি।”

এর আগে বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জানা যায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) গাজা অভিমুখী নৌযান থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে।

প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। তবে প্রায়ই এই নৌবহর ইসরায়েলি বাহিনীর বাধা, হামলা ও দমননীতির মুখে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...