বিজ্ঞাপন
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
শাহিন চৌধুরী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালে তিনি ওই গ্রামের এক দশম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ঘটনার সময় ২৭ মার্চ রাত ৮টার দিকে তিনি ছাত্রীর নিজ বাড়িতে আবারও ধর্ষণ করেন। পরে কিশোরীর মা ও কয়েকজন প্রতিবেশী এ ঘটনা জানতে পারেন।
ঘটনার পর কিশোরীর মা বাদী হয়ে ৩০ মার্চ নারী ও শিশু নির্যাতন আইনে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাহিনের পাশাপাশি আরও চারজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।
মামলাটি তদন্ত করেন সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান শেখ, যিনি ২০২১ সালের ১৫ জুলাই শাহিনসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, “আদালতে যুক্তিতর্কে শাহিনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে সাজা প্রদান করা হয়েছে। বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...