Logo Logo

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে


Splash Image

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে খুবি এই বছরও নিজস্ব পদ্ধতিতেই পরীক্ষা নিতে চাই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো: হারুনর রশীদ খান। তিনি আরও বলেন " আমরা এখনও পরীক্ষার তারিখ ফিক্সড করিনি।


বিজ্ঞাপন


ফেব্রুয়ারিতে যেহেতু রমজান ও নির্বাচন হবার সম্ভাবনা আছে, তই আশা করা যায় পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে। পরীক্ষার তারিখের বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যেহেতু টার্ম সিস্টেম ফলো করে যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। জিএসটি সিস্টেমে থাকলে আমাদের সেশনজটের মধ্যে পড়তে হয়। তাই ইউজিসি ও অন্য বিশ্ববিদ্যালয়ের প্রেশার থাকলেও আমরা চাই আমাদের নিজস্ব পদ্ধতিতে পরিক্ষা নিতে।"

উল্লেখ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই বছর খুলনা বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়। নিজস্ব পদ্ধতির পরিক্ষায় পরিক্ষায় এমসিকিউ রিটেন দুই ধরনের অংশ থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ টি ( খুলনা, ঢাকা ও রাজশাহী) বিভাগীয় শহরে। ১১১০ টি সিটের বিপরীতে A, B ও C তিন ইউনিট মিলিয়ে রেকর্ডসংখ্যক আবেদন পড়েছিল ১ লক্ষ ৭ হাজার ৬৮৫ টি।

-আফনান আজিজ, খুবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...