Logo Logo

তাড়াশে নসিমনের ধাক্কায় দুই শিশুসহ নিহত ৩


Splash Image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নসিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং অটোরিকশার চালকও নিহত হন।


বিজ্ঞাপন


তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২), তার ৮ মাস বয়সী বোন তুবা এবং অটোরিকশার চালক কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মো. হাইফোত হোসেন (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নওঁগা হাটের দিকে যাওয়া একটি গরু বোঝাই নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক হাইফোত হোসেন ও শিশুরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজন শিশুকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. জিয়াউর রহমান জানিয়েছেন, ঘটনার পর এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং স্থানীয় বাসিন্দারা সড়কে দ্রুতগতির গাড়ি ও নিয়ন্ত্রণহীন যানবাহনের কারণে নিরাপত্তা সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...