Logo Logo

ওপারে থেমে থেমে গুলি, এপারে আতঙ্ক


Splash Image

ছবি : সংগৃহিত

কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে শুরু হওয়া গুলির শব্দ শুক্রবার ভোর পর্যন্ত থেমে থেমে শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, থাইংখালী, বালুখালী এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমপাড়া —এসব এলাকার বাসিন্দারা জানান, রাত ১১টা থেকে ১টা পর্যন্ত গোলাগুলির শব্দ ছিল তীব্র।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সীমান্তে সতর্কতার সঙ্গে নজরদারি অব্যাহত রেখেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১১ টার পর থেকে পালংখালী ইউনিয়নের ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তেও একই পরিস্থিতি দেখা গেছে। ভীতিতে অনেকেই নিজ বাড়িতে নিরাপদ অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...