Logo Logo

কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণ


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুহূর্তেই সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। পাশাপাশি শোনা গেছে সাউন্ডগ্রেনেডের শব্দও।


বিজ্ঞাপন


শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

এর আগে একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ দলের প্রথম সারির নেতারা। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

সমাবেশ ঘিরে আগে থেকেই বিজয়নগর এলাকায় মোতায়েন করা ছিল বিপুলসংখ্যক পুলিশ সদস্য। বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।

ঘটনার সময় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...