বিজ্ঞাপন
শনিবার বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কীভাবে আমাদের বিপদে ফেলা যায়। আমরা ফারাক্কার ন্যায্য হিস্যা পাইনি, তিস্তার পানির হিস্যাও পাইনি।”
তিনি বলেন, “আমরা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হব না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে বিএনপিকে দুর্বল ও কোণঠাসা করার জন্য। কিন্তু জনগণের শক্তিই আমাদের আসল ভরসা।”
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসচিব বলেন, “শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি যেন তিনি একটি নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন করেন, যার তত্ত্বাবধানে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা শুনছি, কেউ কেউ পক্ষপাতিত্ব করছেন, এটা জাতি মেনে নেবে না।”
বিএনপির সংস্কার ভাবনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপিই সংস্কারের জন্ম দিয়েছে। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছি।”
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন এবং প্রিয় নেতা হান্নান শাহ’কে স্মরণ করা হয়, তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...