বিজ্ঞাপন
আন্দোলনকারীরা জানিয়েছেন, সমাবেশ থেকে যদি মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি না মানা হয়, তবে সন্ধ্যা নাগাদ সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা দেওয়া হতে পারে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঢাকা পোস্টকে বলেন, “আজকের জমায়েত আমাদের পক্ষ থেকে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধি আমরা যথেষ্ট ও বাস্তবসম্মত মনে করি না। তাই আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক ও কর্মচারীরা একত্রিত হয়ে আমাদের ন্যায্য দাবি পুনর্ব্যক্ত করছেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি হোক। যদি দাবি না মানা হয়, তবে সারাদেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির পথে যেতে হবে। আজকের এই মহাসমাবেশ সেই প্রস্তুতির সূচনা।”
আজিজী জানান, সারাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ফিরে যাবেন না। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে।
এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তখন তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবিও জানিয়েছিল। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...