Logo Logo

দাবি পূরণে সরকারকে সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজধানীর প্রেসক্লাব এলাকায় রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সরকারের কাছে তিনটি মূল দাবির পূর্ণ বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।


বিজ্ঞাপন


তাদের দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধি, ভাড়া ভাতা অন্তর্ভুক্তকরণ এবং অন্যান্য প্রাসঙ্গিক সুবিধা নিশ্চিত করা। দাবি না মানা হলে আগামী সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের চাওয়া তিনটি দাবি সরকারের কাছে জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারি না হলে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি করবে। এটি আমাদের দৃঢ় অবস্থান।”

অবস্থান কর্মসূচির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে পৌঁছে অর্থ উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনায় বসেছেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবরা।

এমপিও বা ‘মাসিক পে অর্ডার’ হলো একটি সরকারি প্রণোদনা, যার মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতন এবং কিছু ভাতা সরকারের কাছ থেকে পান। বর্তমানে দেশে ২৯,১৬৪টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ২০,৪৩৭টি। এসব প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৫ লাখ ৫০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

শিক্ষক-কর্মচারীদের এই কর্মসূচি ও আলোচনার ফলাফল শিক্ষা খাতে সরকারি সহায়তা এবং নীতি নির্ধারণে নতুন প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...