Logo Logo

শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


Splash Image

ছবি : সংগৃহীত।

জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ সর্বজনীন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড (শব্দ বোমা) নিক্ষেপ করেছে।


বিজ্ঞাপন


রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনরত শিক্ষকদের সরানোর জন্য প্রেসক্লাবের দিকে অগ্রসর হওয়ার সময় শিক্ষকরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। শব্দ বোমা নিক্ষেপের পর শিক্ষকরা সাময়িকভাবে সরলেও অল্প সময়ের মধ্যে আবার প্রেসক্লাবের সামনে জড়ো হন। মাইকে শিক্ষক নেতারা সকলকে বিশৃঙ্খলা এড়াতে এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যান। প্রতিনিধিদলে ছিলেন- আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী ও যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু, মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম।

শিক্ষকরা সকাল ১০টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। তখন তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, সর্বজনীন বদলি চালুর দাবি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে তাদের অবস্থান জানায়।

পরবর্তীতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয় এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলন আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...