বিজ্ঞাপন
ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি দলের অবস্থান পরিষ্কার করেন।
সমাবেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, “যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়ম অনুযায়ী নির্বাচনের দিকে অগ্রসর হন, আমরা বুঝব, এ দেশের ১৮ কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এক দলকে পৃষ্ঠপোষকতা করছেন। এ দেশের মানুষ এটি হতে দেবে না।”
তিনি প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলেন, “আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি। আপনি কোন দলের আনুগত্য করেন আমরা জানি। যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, আপনাকে সরে দাঁড়াতে হবে। কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের পরিকল্পনা করলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।”
নূরুল ইসলাম বুলবুল গণভোট ও নির্বাচনের সময়সূচি নিয়ে বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ এবং রাজনৈতিক দলগুলো গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ। তবে কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোট চাচ্ছে না, আমরা সেটি বুঝতে পারছি না। জনগণ গণভোট চায়, তাই তারা গণভোটে আসতে বাধ্য হয়েছে। তবে টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য তারা দিচ্ছে, তা দেশের মানুষের সঙ্গে সম্পর্কিত নয়।”
তিনি আরও বলেন, “এ দেশের মানুষ আগে গণভোট চায়, জুলাই সনদের আইনি ভিত্তি চায় এবং সেই ভিত্তিতেই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...