বিজ্ঞাপন
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।
ওয়াদুদ মাতুব্বর ২০১৮ এবং ২০২৪ সালে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সালথার গট্টি ইউনিয়নের কাকিয়ার গট্টি গ্রামের বাসিন্দা ওয়াদুদ মাতুব্বর তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৮ লাখ ৮৭ হাজার ৬৪৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ২০ লাখ টাকার মিথ্যা ঋণের তথ্য দিয়েছেন। এছাড়া তিনি অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৫৫ লাখ ২৯ হাজার ৪৬৪ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই ধরনের অভিযোগে রুমা আক্তার এর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মামলায় বলা হয়েছে, তিনি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৭৪ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৮২ হাজার ১৩৭ টাকার সম্পদ অর্জন করেছেন।
দুদকের ফরিদপুরের সহকারী পরিদর্শক শামীম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাগুলো দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, দুদকের সহকারী পরিচালক সর্দার আবুল বাসার মামলাগুলোর তদন্ত করবেন এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।
এদিকে, ওয়াদুদ মাতুব্বর ও তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...