ভোরের বাণী
বিজ্ঞাপন
ভুক্তভোগীরা জানান, কয়েক মাস আগে তারা এক বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করেন এবং দুটি ভ্যান মালামাল পরিবহনে নিয়োজিত ছিল। হঠাৎ করে এক সপ্তাহ আগে স্থানীয় ইউপি সদস্য নান্নু সিপাই তাদের কাছে গিয়ে বলেন, ওই কাজের জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা শিগগিরই গ্রেফতার হবে।
অভিযোগ অনুযায়ী, নান্নু সিপাই প্রত্যেককে মামলা ও জেলের ভয় দেখিয়ে প্রথমে ১০-১৫ হাজার টাকা দাবি করেন। পরে টাকা দিতে না পারার কথা বললে ৫ হাজার টাকা করেও দাবি করা হয়।
চাঁদা আদায়ের এই প্রচেষ্টায় নান্নুর সহযোগী হিসেবে একই ওয়ার্ডের বাসিন্দা দেবাশীষ সমাদ্দারের নামও উঠে এসেছে।
অভিযোগের বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ভুক্তভোগীরা শিবচর থানায় মৌখিকভাবে অবহিত করেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...