Logo Logo

ঢাকা ক্যান্টনমেন্টের একটি ভবনকে সাময়িক ‘কারাগার’ ঘোষণা


Splash Image

সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। রোববার (১২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসে বাশার রোড সংলগ্ন উত্তরের ‘এমইএস বিল্ডিং নং-৫৪’ সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে, ভবনটি ঠিক কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহার করা হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য প্রদান করা হয়নি।

সরকারি সূত্রে জানা গেছে, ভবনটিকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করলেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...