বিজ্ঞাপন
১৩ অক্টোবর সোমবার সকাল ১০টায় পৌর অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, মিজানুর রহমান চুন্নু, নাসির হাওলাদার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, শিকদার খলিলুর রহমান, রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম জোমাদ্দার , উপজেলা বিএনপির সদস্য স্বপন শিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা বেগম।
এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ এবং সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে সাবেক সংসদ আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জে তিন লক্ষ দশ হাজার ভোটারদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফার মেসেজ পৌঁছে দিতে হবে। এবং এই লক্ষ্যে দলের প্রত্যেক কর্মীকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে ৩১ দফার লিফলেট বিতরণের জন্য জোর তাগিদ দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নই জাতিকে একটি সুশাসনভিত্তিক, ন্যায়সংগত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।” তারা আরও বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, বরং জাতীয় ঐক্যের একটি রূপরেখা, যা দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করার জন্য তৃণমূল পর্যায়ে কর্মসূচির রুপ রেখা দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...