বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে প্রথমবারের মতো জাপানের কাছে হারের তেতো স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। খেলার ৫১ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণে ছিল ব্রাজিল, কিন্তু এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্রনাট্য।
৫২তম মিনিট থেকে ৭০তম মিনিটের মধ্যে মাত্র ১৯ মিনিটে তিন গোল হজম করে ব্রাজিল। জাপানের পক্ষে একটি করে গোল করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা। শেষ মুহূর্তে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পায়নি সেলেসাওরা।
এই জয়ে প্রীতি ম্যাচ হলেও জাপানের ফুটবল ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। অপরদিকে, বিশ্ব ফুটবলে আরেকটি অপ্রত্যাশিত পরাজয়ের মুখোমুখি হলো ব্রাজিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...