Logo Logo

ভারতকে হারিয়ে সিরিজে লিড নিলো অস্ট্রেলিয়া


Splash Image

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে অভিষেকটা সুখকর হলো না শুভমান গিলের। অস্ট্রেলিয়ার পার্থে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ। ২২৪ দিন পর দেশের জার্সিতে ফিরেও রান পেলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। ব্যর্থ হয়েছেন নতুন অধিনায়ক গিলও। অল্প পুঁজিতে লড়াই গড়তে পারেননি বোলাররাও।


বিজ্ঞাপন


রোববার পার্থে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে চারবার খেলা বন্ধ হয়। প্রথমে নির্ধারিত ৫০ ওভারের খেলা কমে দাঁড়ায় ২৬ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩৬ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য নির্ধারিত হয় ১৩১ রান। জবাবে ২১.১ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সকাল থেকেই পার্থের আকাশ ছিল মেঘলা, টস তাই ছিল গুরুত্বপূর্ণ। টসে হেরে গিলের দলকে ব্যাট করতে হয় কঠিন পরিস্থিতিতে। শুরুতেই ধাক্কা—৮ রানে জশ হেজলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। এরপর শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিচেল স্টার্কের শিকার হন তিনি, ক্যাচ নেন পয়েন্টে কুপার কোনোলি।

দুই উইকেট হারানোর পর বৃষ্টি বাধা দেয় খেলায়। পুনরায় খেলা শুরু হলে আউট হন গিল—লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। একইভাবে ফিরে যান শ্রেয়াস আইয়ারও। চার উইকেট পড়তেই আবার বৃষ্টি, ফলে খেলা আরও সংক্ষিপ্ত হয়। শেষ পর্যন্ত ২৬ ওভারে সীমাবদ্ধ থাকে ভারতের ইনিংস।

হঠাৎ ওভার কমে যাওয়ায় রানের চাপ বাড়ে। চেষ্টা করেন লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। দু’জনের ব্যাটে দল পৌঁছায় তিন অঙ্কে। রাহুল করেন ৩৮, অক্ষর ৩১ রান। শেষ দিকে নীতীশ রেড্ডি ১৯ রান যোগ করলে ভারতের ইনিংস থামে ১৩৬ রানে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে কার্যকর রান দাঁড়ায় ১৩০।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই ছিল নিয়ন্ত্রিত। ওপেনার ট্রাভিস হেড প্রথম ওভারেই দুটি চার হাঁকালেও অর্শদীপ সিংয়ের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন। ম্যাথু শর্টকেও বেশিক্ষণ টিকতে দেননি অক্ষর প্যাটেল। এরপর দায়িত্ব নেন অধিনায়ক মিচেল মার্শ।

অভিজ্ঞতার প্রমাণ রেখে মার্শ দলকে এগিয়ে নেন। ৩৭ রান করে আউট হন জশ ফিলিপ, তবে অপর প্রান্তে দৃঢ় ছিলেন মার্শ। ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ব্যাট-বলে ছন্দহীন ভারতকে সহজেই হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...