Logo Logo

সন্ত্রাস কখনো সুস্থ রাজনীতির হাতিয়ার হতে পারে না : এ কে আজাদ


Splash Image

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তার কারণেই তাঁর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, “তারা টার্গেট করেছে আমাকে, কেননা আমি সমাজের মানুষের জন্য কাজ করি। আমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আর এই জনপ্রিয়তাতেই তারা ভীত-সন্ত্রস্ত হয়ে হামলা চালিয়েছে।”

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফের অভিযোগ— তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন— এ প্রসঙ্গে এ কে আজাদ বলেন, “আমি আওয়ামী লীগ করি না, আর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছি— এটা প্রমাণ করুক। আমি কখনো সন্ত্রাসীদের নিয়ে ঘুরি না। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আসলে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য আমার বিরুদ্ধে এসব কথা বলছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরও সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমানে মাঠে কেউ নেই। দুটি জোট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমি স্বতন্ত্রভাবে কাজ করছি, কিন্তু আমার ওপর হামলার ঘটনা ঘটছে। আমি আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও তৎপর হবে।”

সন্ত্রাসকে রাজনীতির প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে এ কে আজাদ বলেন, “সন্ত্রাস দিয়ে কখনো জনসমর্থন বা জনভিত্তিকে দমন করা যায় না। সন্ত্রাস কখনো সুস্থ রাজনীতির হাতিয়ার হতে পারে না।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের নির্বাচনে সন্ত্রাসীদের মোকাবিলা করেই আমি ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম। এবারও জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করব।”

এ কে আজাদের অভিযোগ, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই গত রোববার বিকেলে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় যুবদল আমার গাড়িবহরে হামলা চালিয়েছে।”

প্রসঙ্গত, রোববার বিকেলে পরমানন্দপুরে গণসংযোগকালে যুবদলের কর্মীরা বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফের ছবি সংবলিত লিফলেট বিতরণের একপর্যায়ে এ কে আজাদের গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ কে আজাদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...