ভোরের বাণী
বিজ্ঞাপন
উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি ব্রিজের পশ্চিম পাশ থেকে প্রায় ১৯২০ মিটার দীর্ঘ সড়কটিতে মানহীন নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিয়াম ট্রেডার্স’ সড়কটির সংস্কারকাজ বাস্তবায়ন করছে। অভিযোগ রয়েছে, ইটের খোয়া ও বিটুমিনের গুণগত মান প্রশ্নবিদ্ধ, এবং প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করে কার্পেটিং করা হচ্ছে। যদিও প্রকল্পের তদারকি সংস্থার লোকজন উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয়দের দাবি, বৈরি আবহাওয়ার মধ্যেই নিম্নমানের সামগ্রী দিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টায় টেকসই উন্নয়ন ব্যাহত হচ্ছে। এতে অল্প সময়েই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
তবে ঠিকাদার মাহমুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “স্টিমেটে ২৫ মিলিমিটার বিটুমিন থাকলেও আমরা ২৭ মিলি দিচ্ছি। কিছু ব্যক্তি অনৈতিকভাবে টাকা দাবি করেছিল, না দেওয়ায় তারাই এখন মিথ্যা অভিযোগ করছে।”
এ বিষয়ে এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল হোসাইন বলেন, “নিম্নমানের খোয়ার বিষয়ে আমি কিছু জানি না, ইঞ্জিনিয়ার স্যার কাজের সিদ্ধান্ত নিয়েছেন।”
রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মণ্ডল বলেন, “কাজে অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম সরকার জানান, “অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্তে কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এখনো ঠিকাদারকে কোনো বিল প্রদান করা হয়নি। অনিয়ম প্রমাণিত হলে বিলও দেওয়া হবে না।
প্রতিবেদক-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...