Logo Logo

‘আরো আগে অভিষেক হলে শচিনের চেয়ে ৫ হাজার রান বেশি করতাম’- মাইক হাসি


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের প্রায় সব রেকর্ডই শচিন টেন্ডুলকারের দখলে। ‘লিটল মাস্টার’-এর সেই উচ্চতায় এখনো কেউ পৌঁছাতে পারেননি। তবে এবার সাহসী এক দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি। তার কথায়, যদি একটু কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতো, তবে শচিনকে ছাড়িয়ে যেতেন তিনি।

২০০৪ সালে ২৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মাইক হাসির। প্রায় নয় বছর দেশের হয়ে খেলে তিনি করেছেন মোট ১২,৪৮৮ আন্তর্জাতিক রান। অন্যদিকে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হওয়া এবং টানা ২৪ বছর ভারতীয় জার্সিতে খেলা শচিন টেন্ডুলকারের সংগ্রহ ৩৪,৩৫৭ রান—হাসির প্রায় তিন গুণ বেশি। তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের বর্তমান কোচ হাসির বিশ্বাস, যদি তরুণ বয়সেই জাতীয় দলে সুযোগ পেতেন, তবে শচিনের চেয়ে অন্তত ৫,০০০ রান বেশি করতেন তিনি।

‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে নিজের এই আত্মবিশ্বাসের কথা জানিয়ে হাসি বলেন, “আমি অনেক ভেবেছি— যদি বিশের কোঠায় অস্ট্রেলিয়া দলে সুযোগ পেতাম, তাহলে হয়তো শচিনের চেয়ে ৫,০০০ রান বেশি করতাম। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান আমারই হতো। সবচেয়ে বেশি শতরান, সবচেয়ে বেশি জয়, অ্যাশেজ জেতা, বিশ্বকাপ—সবই আমার হতে পারত। কিন্তু সেগুলো কেবল স্বপ্ন হয়েই রয়ে গেছে।”

ক্রিকেট পরিসংখ্যান বলছে, মাইক হাসি ৭৯ টেস্টে করেছেন ৬,২৩৫ রান, গড় ৫১.৫২। ওয়ানডে ক্রিকেটে ১৮৫ ম্যাচে তার রান ৫,৪৪২, গড় ৪৮.১৫। টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে রান ৭২১। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাসির সেঞ্চুরি সংখ্যা ২২, এবং অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন একটি বিশ্বকাপও।

অন্যদিকে শচিন টেন্ডুলকারের নামের পাশে ২০০ টেস্টে ১৫,৯২১ রান ও ৫১ সেঞ্চুরি, ওয়ানডেতে ১৮,৪২৬ রান ও ৪৯ সেঞ্চুরি—মোট ১০০টি আন্তর্জাতিক শতরান। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় শচিন যেখানে অনন্য উচ্চতায়, সেখানে হাসির এই মন্তব্য আবারও আলোচনায় নিয়ে এসেছে ক্রিকেট ইতিহাসের ‘যদি’ আর ‘হতে পারত’-এর চিরন্তন গল্প।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...