Logo Logo

ফরিদপুরে যুবদল নেতা রুবেলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল


Splash Image

ফরিদপুর মহানগর যুবদল নেতা আব্দুল আল ফারুক রুবেলের নেতৃত্বে ফ্যাসিবাদের দোষর এ.কে আজাদের বিরুদ্ধে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়ে জনতার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ ও মশাল মিছিলে ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ওসমান রাজা, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী মুরাদ, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রতন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম খান কায়েস, নিশাদ আহমেদ ফিরোজ, যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম লংকন, রাহাত খান নিশুসহ ১০নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক সংসদ সদস্য এ.কে আজাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদ ও দমননীতির প্রতিবাদে যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন মাঠে সক্রিয় হয়ে উঠেছে।

প্রতিবেদক- রবিউল হাসান রাজিব, ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...