Logo Logo

২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে মেসি


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের যোগদানের নেপথ্যে ছিলেন একমাত্র প্রভাবক—লিওনেল মেসি। তবে সময়ের আবর্তে বুসকেটস ও আলবা বিদায়ের পথে, সুয়ারেজের ভবিষ্যৎও অনিশ্চিত। এমন অবস্থায় মেসির মায়ামি ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখা দিলেও, সেই শঙ্কার অবসান ঘটালেন আর্জেন্টাইন মহাতারকা নিজেই। আরও তিন বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন তিনি। ফলে ২০২৮ সাল পর্যন্ত ফ্লোরিডার এই ক্লাবেই থাকবেন বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড।

আগামী বছর নতুন স্টেডিয়াম “মায়ামি ফ্রিডম পার্ক”-এ যাত্রা শুরু করবে ক্লাবটি, যার নির্মাণ কাজ চলছে জোরেশোরে। ঠিক সেই স্টেডিয়ামেই বসে গতকাল চুক্তিপত্রে স্বাক্ষর করেন মেসি। এরপর ইন্টার মায়ামির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় একটি ভিডিও বার্তা—“হি ইজ হোম।” চুক্তি নবায়নের পর মেসি জানান, “এখানে থাকতে পেরে আমি সত্যিই অনেক খুশি। এই প্রজেক্ট চালিয়ে যাওয়া, স্বপ্নের অংশ হয়ে থাকা এবং নতুন স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।”

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি ক্লাবটিতে এনেছেন নতুন উন্মাদনা। দর্শক উপস্থিতি, স্পনসরশিপ ও আর্থিক আয়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তার উপস্থিতিতে এমএলএসেও জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। নতুন চুক্তির ফলে ক্লাবটি যেমন আর্থিকভাবে আরও শক্তিশালী হবে, তেমনি এমএলএসও উপকৃত হবে তার প্রভাব থেকে। গত মৌসুমে ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি)’ পুরস্কার জিতেছিলেন মেসি, এবারও সেই মর্যাদালাভের খুব কাছাকাছি তিনি।

চলতি মৌসুমে নিয়মিত লিগ শেষ করে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে উঠেছে। আগামীকাল ন্যাশভিলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এই মৌসুমে মেসি করেছেন সর্বোচ্চ ২৯ গোল, সঙ্গে ১৯টি অ্যাসিস্ট। অর্থাৎ মোট ৪৮ গোলের অবদান রেখে অল্পের জন্য হাতছাড়া করেছেন এমএলএসের সর্বোচ্চ ৪৯ গোল+অ্যাসিস্টের রেকর্ড। তবুও তার এমন পারফরম্যান্স মায়ামিকে আবারও শিরোপার দৌড়ে রাখার পাশাপাশি প্রমাণ করেছে—মেসি এখনো ক্লাবটির প্রাণ, এবং অন্তত আরও তিন বছর সেই জাদু দেখতে পাবে মায়ামি ও এমএলএস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...