বিজ্ঞাপন
গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি স্থানে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় যুবক শাকিল আহম্মেদ একা (২০)।
নিহত শাকিল আহম্মেদ একা গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নম্বর বোড়াশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেন্নাবাড়ী পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। তিনি মহরম মাসেম শেখের পুতা এবং মোঃ কামাল শেখের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (২৪ অক্টোবর ২০২৫) দুপুরের দিকে শাকিল আহম্মেদ ভেন্নাবাড়ী ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি স্থানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, ততক্ষণে তাঁর মৃত্যু ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়।
স্থানীয় এলাকাবাসী জানান, শাকিল আহম্মেদ একা একজন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় ভেন্নাবাড়ী ও আশেপাশের এলাকায় শোকের মাতম চলছে। নিহতের পরিবার শোকাহত অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের রূহের মাগফেরাতের জন্য।
রাহাদুজ্জামান রোহান, গোপালগঞ্জ।।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...