বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করে ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়। প্রস্তাবিত কাঠামোর আওতায় সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
ফেডারেশন একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন। এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং রেশন পদ্ধতি চালুর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান মো. সেলিম মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “২০১৫ সালে বৈষম্যযুক্ত অষ্টম পে-স্কেল কার্যকর হওয়ার পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে দেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ও সাতটি দাবি আদায়ের জন্য বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।”
মো. সেলিম আরও বলেন, “আমাদের দাবি হলো, বেতন কমিশন দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ, ছয় সদস্যের পরিবারের জীবনযাপন ব্যয় এবং বেতন বৈষম্যের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...