Logo Logo

২৫ বছর পরও ‘শেখা’ বিতর্ক, লিটন বললেন— আমি তো বলিনি!


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই একটি শব্দ প্রায় প্রবাদে পরিণত হয়েছে—‘আমরা শিখছি’। হারলেই ক্রিকেটারদের মুখে শোনা যায় এই শেখার কথা। টেস্ট খেলা শুরু করার ২৫ বছর পরও শেখার ধারা অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে, শেখা কি শেষ হবে না? সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলে নানা রসিকতা ও সমালোচনা। তবে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শেখার প্রসঙ্গে ভিন্ন সুরে কথা বললেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি তো কোনো দিন বলি নাই শেখার কথা। এটার উত্তর আমার কাছে নাই। যদি আমি বলতাম শিখছি বা নতুন কোনো ধারাবাহিকতা তৈরি করছি, তাহলে হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারতাম।’

লিটন আরও বলেন, ‘একেকজনের একেক ধরনের চিন্তাভাবনা থাকে। আমার মনে হয়, বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। এখন যেসব খেলোয়াড় খেলছে, আশা করব তারা প্রত্যাশার প্রতিদান দেবে।’ শেখার প্রসঙ্গে ভিন্ন বক্তব্য দেওয়ার পাশাপাশি লিটন মনে করিয়ে দেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ আসলে খারাপ করছে না। সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চারটি ম্যাচ জিতে বাংলাদেশ হয়েছিল ৭ নম্বরে, যার মধ্যে তিনটি জয়ই এসেছে দেশের বাইরে।

তবে ঘরের মাঠে আরও দুটি ম্যাচ জিততে না পারায় আফসোসের কথাও জানান তিনি। লিটনের ভাষায়, ‘বাংলাদেশের জন্য টেস্টে ৩-৪ নম্বরে থাকা বিশাল অর্জন। সব সময় চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করলে হবে না। আমরা তো কখনো ভারত বা অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে নিয়মিত হারাতে পারিনি। তারপরও আপনি যখন এভাবে ৩-৪–এ থাকেন, মানে বড় কিছুই করেছেন।’

লিটনের অধিনায়কত্বে টি-টোয়েন্টিতে দারুণ সময় পার করছে বাংলাদেশ দল। দেশে ও বিদেশে টানা চারটি সিরিজ জিতে তারা আত্মবিশ্বাসে ভরপুর। তবে ওয়ানডেতে চিত্রটা উল্টো—টানা চার সিরিজে হারের পর অবশেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে দল। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘টি-টোয়েন্টিটা দিন দিন ভালো হচ্ছে আমাদের। যদিও অতীতে এই সংস্করণে আমরা খুব একটা ভালো ছিলাম না, সেখান থেকে এখন অনেকখানি এগোনোর চেষ্টা করছি। ওয়ানডেতে আমাদের অতীত ভালো ছিল, ওখান থেকে আরও উন্নতি করা উচিত ছিল। আমরা সবাই মিলে চিন্তা করছি, কীভাবে পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়, সেটি নিয়েই কাজ করছি।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...