বিজ্ঞাপন
তিনি বলেন, “দেশের প্রতিটি জাতীয় দুর্যোগে আনসার বাহিনীর যে অবদান ও সুনাম রয়েছে, সে সুনাম আপনাদের লালন করে সামনে এগিয়ে যেতে হবে।”
সোমবার (৩ নভেম্বর) সকালে ফেনী জেলা আনসার ও ভিডিপি সদস্যদের ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মনিরা হক।
তিনি আরও বলেন, “আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় অংশ নিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। আজও দেশের নানা প্রাকৃতিক দুর্যোগে আনসার ও ভিডিপি সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে দেশের যে কোনো প্রয়োজনে নিজেদের প্রস্তুত রাখতে হবে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন, তথ্য আদান-প্রদান ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দেশের কল্যাণে সম্পৃক্ত হতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে আনসার বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দীন এবং সঞ্চালনা করেন এক্সজুটেন্ট বিবি কুলসুম। এসময় প্রশিক্ষণে অংশ নেওয়া ১২০ জনের মধ্যে ১০৭ জন সফলভাবে উত্তীর্ণ হন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...