বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন—মো. জয়নাল (৪০), মো. ইমরান (২৬), আরিফুল ইসলাম আরমান (১৮) ও মাহাবুবুর রহমান (৫৬)।
অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও ৮১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, আসামিরা ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরার ছবি ও পুলিশের গাড়ির ছবি ব্যবহার করে ‘ওসি ডিবি ফেনী’ নামে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট তৈরি করে প্রতারণা চালাত। তারা সরকারি কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার বা ‘বৈষম্য বিরোধী মামলা’ থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।
এ ঘটনায় ওসি ডিবি মর্ম সিংহ ত্রিপুরা নিজে বাদী হয়ে গত ২ নভেম্বর ফেনী মডেল থানায় একটি মামলা (নং-৬) দায়ের করেন। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ১৭০/১৭১/৪১৯/৪২০/৩৪ ধারা এবং সাইবার সুরক্ষা আইন অধ্যাদেশ-২০২৫ এর ২২ ধারায় রুজু হয়েছে।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মোবাইল ফোনে পুলিশের ছবি, ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা এবং প্রতারণার নানা প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তারা জানান, আসামিরা পূর্বেও অনুরূপ প্রতারণার সঙ্গে জড়িত ছিল এবং তারা একটি বড় প্রতারক চক্রের অংশ। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...