Logo Logo

স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার


Splash Image

ছবি : সংগৃহীত।

আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে প্যাট্রোলিং জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান।”

নির্বাচনপূর্ব প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটি মহড়াও দেব।”

সরকারি সূত্রে জানা গেছে, নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে এবং বিভিন্ন জেলার প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, নির্বাচন কমিশনের কার্যালয়, পরিবহন টার্মিনাল ও জ্বালানি স্থাপনাগুলোতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...