বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ সংসদীয় আসনটি বর্তমানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। ঢাকার অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসনটি এখনো ফাঁকা রেখেছে বিএনপি।
এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে মুক্তিযোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের মূল্য রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা।
আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...