Logo Logo

শেষ মুহূর্তে বাড়ল এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময়, নতুন তারিখ ঘোষণা


Splash Image

ফাইল ছবি (বাসস)

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়িয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের জন্য এই সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় এই তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। পূর্বের ঘোষণা অনুযায়ী, ১৩ নভেম্বরই মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। দলটি গত ৬ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল।

এনসিপি জানিয়েছে, মনোনয়ন প্রত্যাশীরা অনলাইন এবং সরাসরি—এই দুই পদ্ধতিতেই ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য দলটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

সরাসরি ফরম সংগ্রহের ক্ষেত্রে, আবেদনকারীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয় (২য় তলা) থেকে ফরম তুলতে পারবেন। এ ছাড়া, এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা ১০টি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যোগাযোগ করেও মনোনয়ন ফরম সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...