Logo Logo

বিহারের ফলাফল বিস্ময়কর, নির্বাচন শুরু থেকেই সুষ্ঠুভাবে হয়নি : রাহুল গান্ধী


Splash Image

ভারতের প্রতিবেশী রাজ্য বিহারের সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। যদিও তিনি সরাসরি ভোটচুরির অভিযোগ করেননি, তবুও নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই মন্তব্য করেছেন।


বিজ্ঞাপন


শুক্রবার রাতে ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় রাহুল গান্ধী বলেন, “বিহারের লাখ লাখ ভোটার, যারা মহাগঠবন্ধনের প্রার্থীদের ভোট দিয়েছেন— তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জয় লাভ করতে পারিনি যা শুরু থেকেই সুষ্ঠু ছিলো না।”

বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়, যেখানে ৬৫ শতাংশের বেশি ভোট পড়ে। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২টি আসনে ভোট হয়, অংশগ্রহণ ছিল ৬৮ শতাংশের বেশি। সর্বমোট ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ।

ফলাফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে এনডিএ জোট একক আধিপত্য বিস্তার করে ২০২টি আসনে জয় পেয়েছে। বিরোধী মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন।

এনডিএ জোটের মধ্যে সবচেয়ে বেশি ৮৯টি আসনে জয় পায় বিজেপি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫টি আসনে জয়ী হয়েছে জেডিইউ, যার নেতৃত্বে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এছাড়া চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পার্টি ৫টি আসনে বিজয়ী হয়।

২০২০ সালের তুলনায় এবার কংগ্রেসের ফলাফল ছিল প্রবল হতাশাজনক। আগের নির্বাচনে ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টি আসন পেলেও এবার ৬১ আসনে প্রার্থী দিয়ে জয় পেয়েছে মাত্র ৬টিতে।

আরজেডির অবস্থাও খুব একটা ভালো ছিল না। ২০২০ সালে ১৪৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৫টি আসনে জয় পাওয়া দলটি এবার ১৪৩টি আসনে লড়াই করে পায় মাত্র ২৫টি আসন।

রাহুল গান্ধী বলেন, “আমাদের লড়াই সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার লড়াই। কংগ্রেস এবং ইনডিয়া জোট এই ভোটের ফলাফল গভীরভাবে পর্যালোচনা করবে এবং গণতন্ত্রের লড়াইকে আরও কার্যকর করতে সচেষ্ট থাকবে।”

বিহারের এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হলেও বিরোধী দলগুলো এখন ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...