ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ভারত-দক্ষিণ আফ্রিকার ইডেন টেস্টে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলো প্রোটিয়ারা। স্পিন সহায়ক উইকেট বানিয়ে চার স্পিনার নিয়ে নামলেও নিজেদেরই ফাঁদে পড়ে গেল ভারত। প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে ১২৩ রানের ছোট লক্ষ্য তাড়ায় ভারতীয়রা থেমে গেছে মাত্র ৯৩ রানে। এর মধ্য দিয়ে ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা; শেষবার তারা জিতেছিল ২০১০ সালে নাগপুরে।
চতুর্থ ইনিংসে ভারতের ব্যাটিং শুরুতেই অসুবিধায় পড়ে যায় দলের অধিনায়ক শুভমান গিলকে হারিয়ে। গিল চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ভারত খেলতে নামে ১০ জন ব্যাটার নিয়ে। দক্ষিণ আফ্রিকার দুই বিশেষজ্ঞ স্পিনার সাইমন হারমার ও কেশভ মহারাজ মিলে চাপ ধরে রাখেন শুরু থেকেই। বিশেষ করে হারমার ছিলেন দুর্দান্ত—দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। ভারতের ব্যাটিংয়ের একমাত্র প্রতিরোধ ছিল ওয়াশিংটন সুন্দর (৩১) ও অক্ষর প্যাটেলের (২৬) ব্যাটে। তবে টার্নিং উইকেটে মহারাজের বিপক্ষে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে অক্ষর আউট হলে ভারতের শেষ আশা নিভে যায় এবং শেষ পর্যন্ত ৩০ রানের হার নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে ভারত ১৮৯ রানে অলআউট হয়ে ৩০ রানের লিড পায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টেম্বা বাভুমার দৃঢ় ব্যাটিং (অপরাজিত ৫৫) দলকে নিয়ে যায় ১৫৩ রানে। কঠিন উইকেটে জাদেজা ৪ উইকেট নিলেও প্রোটিয়াদের সংগ্রহ শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য তৈরি করে। ১২৩ রানের লক্ষ্য তাড়ায় ভারতীয় ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়, আর দক্ষিণ আফ্রিকা নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে টেস্ট জয়ের অনন্য কীর্তি গড়ে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...