Logo Logo

মিরপুর টেস্টে ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ব্যাকফুটে আয়ারল্যান্ড


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী উপহার দিয়েছে বাংলাদেশ। আগের দিনই সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যাওয়া মুশফিকুর রহিম আজ শতকের আনুষ্ঠানিকতা সেরে নেন। বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে তিনি নিজের শততম ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন। ২১৪ বল মোকাবিলায় ৫ চার মেরে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলে ফেরার পর লিটন দাসও দেখান ব্যাটিং নৈপুণ্য। তার ব্যাট থেকে আসে ১২৮ রানের দুর্দান্ত সেঞ্চুরি। মুমিনুল হকের ৬৩ ও মেহেদী হাসান মিরাজের ৪৭ রানের ইনিংস মিলিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ গড়ে ৪৭৬ রান। একই ইনিংসে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ উইকেটে একশ রানের তিনটি জুটি গড়ে টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় দেশ হিসেবে নাম লেখায় টাইগাররা।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দ্বিতীয় দিনে আলো ছড়ায় বাংলাদেশ। দলের স্কোর ৪১ রানে থাকতেই প্রথম আঘাত হানেন খালেদ আহমেদ, যিনি স্টার্লিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ওপেনার অ্যান্ডি বার্লবির্নি ২১ রানের ইনিংস খেললেও বড় হতে পারেনি পার্টনারশিপ। ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর ও কুর্তিস ক্যাম্পারদের দ্রুত সাজঘরে ফেরান তাইজুল ও মুরাদ। দলের একশ রান হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড পড়ে যায় ফলো অনের শঙ্কায়। দিনের শেষে তাদের স্কোর ৫ উইকেটে ৯৮, এখনো বাংলাদেশ থেকে পিছিয়ে ৩৭৮ রানে।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার ম্যাকব্রাইন, হাম্প্রিস ও হোয়ে পান দুটি করে উইকেট। ব্যাট, বল দু’দিকেই দাপট দেখিয়ে টেস্টের চালকের আসন ধরে রেখেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...