Logo Logo

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছে : জামায়াত


Splash Image

ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনকে কেন্দ্র করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি তদারকি করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করা নিয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা।


বিজ্ঞাপন


রোববার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, “আমরা সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে আলোচনা করছি। আলাপ-আলোচনার মাধ্যমে একমত হওয়া গেলে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। পাশাপাশি তরুণ নেতৃত্বের অন্যান্য সম্ভাব্য প্রার্থী নিয়েও আলোচনা হচ্ছে।”

অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনও কোনো নেতাকর্মীর নির্বাচন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি স্পষ্ট করেন।

আজাদ স্ট্যাটাসে বলেন, “সাদিক কায়েম ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন—এমন খবর যাচাই করতে অনেকেই যোগাযোগ করছেন। কিছু সাংবাদিক ইতিমধ্যে এ ইস্যুতে পোস্টও করেছেন। তবে আমরা আবারও বলছি, এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় সংগঠন যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা অফিসিয়ালি তা জানিয়ে দেব, ইনশাআল্লাহ।”

সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনকে ঘিরে দলগুলো স্বতন্ত্র ও যৌথ প্রার্থী নিয়ে নানা সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা চালাচ্ছে। এতে তরুণ নেতৃত্বের প্রার্থিতা এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের ভূমিকা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...