Logo Logo

নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা


Splash Image

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি, রাজনীতিক-সমাজসেবক ও নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট আজিজুল হক বকশীকে স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের বীর মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে আয়োজিত এ শোকসভায় আইনজীবী, লেখক-কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান।

আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা নুর আলম চৌধুরী পারভেজের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ হাবিবুর রাছুল মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল কান্তি মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ (মাহবুব) এর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ নান্টু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, চরজব্বর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহজাহান সাজু, রাজনৈতিক কর্মী আ.ন.ম. জাজের উদ্দিন, সোনাইমুড়ী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুল আউয়াল, সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও গোলাম মহিউদ্দিন নসু, লেখক-গবেষক ফখরুল ইসলাম ও ফারুক আল ফয়সাল, জাসদ নেতা এস. এম. রহিম উল্লাহ, আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা খায়রুল বাশার কেবি, জসিম উদ্দিন ও হেলাল উদ্দিন, নারী অধিকার কর্মী হাসিনা চৌধুরী এবং অ্যাডভোকেট আজিজুল হক বকশীর কন্যা ওছয়াতুন হাসনা বিনতে আজিজ হাসি।

বক্তারা বলেন, সুবিধাবাদী এই সময়ে আজিজুল হক বকশীর মতো নির্মোহ ও নিবেদিতপ্রাণ রাজনীতিক, আইনজীবী এবং সমাজকর্মীর বড়ই অভাব। তিনি আমৃত্যু অধিকারহারা মানুষের পক্ষে রাজনীতি করেছেন, গরিব ও অসহায় মানুষের ন্যায্য দাবিতে আদালতে লড়েছেন এবং আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে সমাজের বিভিন্ন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...