Logo Logo

নোয়াখালীতে মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (৩৭) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা।


বিজ্ঞাপন


রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, গত সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফখরুল ইসলাম মন্জু তার বোনের বাড়িতে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফেরার পথে উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজার সামনে পূর্ব শত্রুতার জেরে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। তবে ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা এবং স্থানীয় বাসিন্দা মো. হাসান, মো. আনোয়ার, মোসাম্মৎ বিউটি ও মোসাম্মৎ নিলুফার ইয়াসমিনসহ আরও অনেকে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...